ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলায় চতুর্থ ধাপে আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শীত উপক্ষা করে তিনটি ইউনিয়নে ৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার বাউসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। ভোট গ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে সদস্য প্রার্থী আখের উদ্দিন (মোরগ) ও সোহেল রানার (ফুটবল) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
এই সংঘর্ঘে উভয় পক্ষের আহতরা হলেন, মেম্বার প্রার্থী আখের উদ্দিন, তার সমর্থক জুয়েল আলী, আলম আলী, সাব্বির হোসেন, তারিক হোসেন, শাহরিয়ার, সাগর হোসেন, লিখন হোসেন, দেলোয়ার ও প্রিন্স সহ ১০ জন। আহতদের মধ্যে সাগর, লিখন, জয়েল ও আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকৎিসা দেওয়া হয়েছে। কেন্দ্রের বাইরে দুপক্ষে আধাঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া চলে। দুপক্ষই লাঠিসোটা নিয়ে পরস্পরকে আক্রমণ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঘা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিনটি ইউনিয়নে ৩১টি ভোট কেন্দ্র ও ১৪৫টি বুথের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি পিজ্রাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেটে, র্যাব ও বিজিবির ষ্টাইকিং ফোর্সের মোবাইল টিম কাজ করছেন। একটি ছাড়া বেলা দেড়টা পর্যন্ত আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনটি ইউনিয়নে মোট ৩৯ পদে ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৯ জন। সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ২৯ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৮৭ জন। ৩১টি ভোট কেন্দ্র ও ১৪৫টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।
৯ জন চেয়ারম্যান পদের মধ্যে আড়ানী ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা করছেন রফিকুল ইসলাম (নৌকা), নাসির উদ্দিন (আনারস), এনামুল হক (হাতুড়ি), মাহাতাব আলী (মোটরসাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ১৩০ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৫৫১ ও নারী চার হাজার ৫৭৯ জন।
বাউসা ইউনিয়নে শফিকুর রহমান শফিক (নৌকা), নুর মোহাম্মদ তুফান (মোটরসাইকেল), আনোয়ার হোসেন পলাশ (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৩৪৪ ও নারী ১২ হাজার ২২১ জন।
চকরাজাপুর ইউনিয়নে ডিএম বাবুল মনোয়ার দেওয়ান (নৌকা), আজিজুল আযম (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ৫৩৩ জন। এরমধ্যে পুরুষ চার হাজার ৮৮৮ ও নারী চার হাজার ৬৪৫ জন।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, এ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে চলছে। শন্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইন শৃংখলাবাহিনি মাঠে কঠোরভাবে কাজ করছেন।