ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে মাদকসেবী বখাটেদের হাতে যুবতী নারীকে শ্লীলতাহানি ও যুবককে মারধর এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। মাদকসেবী বখাটেদের এমন কাণ্ডে এলাকা জুড়ে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তুষ্টি। সেই সাথে ঘটনার সাথে জড়িত বখাটেদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন ও প্রত্যক্ষদর্শীরা।
বুধবার বিকেলে তানোর পৌর এলাকার তালন্দ লবাতলা ব্রীজ সংলগ্ন রাস্তার উপরে এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, তালন্দ সোমাসপুর গ্রামের আমিনুল ইসলামের ছোটো ভাই আইনুল ইসলাম (৩৪) ও মৃত কছিম উদ্দিনের ছেলে রাজু (৩০) নামের দুই বখাটে রাস্তায় বসে থাকা এক যুবতী নারী ও তার সাথে থাকা যুবকের বিরুদ্ধে মিথ্যা অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে প্রকাশ্যে রাস্তায় স্যান্ডেল দিয়ে এলোপাতাড়ি মারধর করছে। তারা মারধরের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়।
এ সময় পথচারীরা ঘটনাটি দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে গেলে বখাটে আইনুল ও রাজু জোর করে ওই নারী ও যুবককে দ্রুত গাড়িতে তুলে কাউন্সিলর তাসির উদ্দিনের কাছে জমা দেওয়ার নাম করে উঠিয়ে নিয়ে চলে যায়। পরে কাউন্সিলরকে ফোন দিয়েও এ সম্পর্কে জানা যায়নি।
প্রকাশ্যে দিবালোকে এভাবে যুবক-যুবতীকে ধরে স্যান্ডেল দিয়ে মারধর ও যুবতী নারীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরক্ষণে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীরা বখাটে দুই যুবককে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরণের ঘটনা ঘটাতে না পারে।
স্থানীয়রা জানান, যুবতী নারীকে নির্যাতন ও মারধরকারী দুই যুবক এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার গায়ের জোরে যা খুশি তাই করে। ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা। তাদের আইনের আওতায় নিয়ে আসলে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনা ঘটাতে পারবেনা।
বিষয়টি তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসানের কাছে অবহিত করলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনকে। কেউ তাকে কিছু অবহিত করেনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।