ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র লিটন।
শোক বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগিফরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন শনিবার কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার মহিথবাথান গোরস্থান সংলগ্ন মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।


