ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় উপজেলার কাকনহাটের আশ্বাসের হলরুমে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দিঘরী রাজা পরিষদের প্রধান রাজা নীরেন খালকো ও দিঘরী রাজা পরিষদের উপদেষ্টা সুধীর ওরাও প্রমূখ।
আইন প্রশিক্ষণ বিষয়ে আলোচনায় আদিবাসী জনগোষ্ঠীর ভূমি বিষয়ক প্রথাগত আইন, উত্তরাধিকার আইন, খাস জমি ও এর বন্দোবস্তের নীতিমালা, জমি হস্তান্তরের নীতিমালা, দলিল সংরক্ষণ পদ্ধতি, ভূমি বিষয়ক আইন ও মালিকানার ইতিহাস প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন জমিজমা সংক্রান্ত যেসব সমস্যার সম্মুখীন হন বা হতে পারেন, সেসব বিষয়ও আলোচনায় স্থান পায়।
অংশগ্রহণকারীদের কেউ কেউ তাদের নিজ নিজ সমস্যার কথা তুলে ধরলে প্রশিক্ষকরা করণীয় সম্পর্কে পরামর্শ দেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনিমেটর লিপি টুুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য। রিইব-এর চলমান প্রকল্পটি গোদাগাড়ী উপজেলার রিশিকুল, গোগ্রাম ও দেওপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে পরিচালিত হচ্ছে।