ধূমকেতু প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে রোববার (১ মে) সকাল ১০ টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বেলা ১২ টায় শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে শহীদ, মহান মুক্তিযুদ্ধে শহীদ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্য ও ০৩ নভেম্বরে কারা অভ্যন্তরের শহীদ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওয়ালী খান।
আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, সহ সভাপতি মোতাহার হোসেন, আব্দুস সালাম, এস এম আব্দুল হান্নান, আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মুজাহার আলী, সাংগঠনিক সম্পাদক তৌফিক এলাহী, মনোয়ার হোসেন, সাইদুল ইসলাম রাজু, কাবাতুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক জায়েদ হাসান, রাশেদুজ্জামান রাশেদ, জামিউল করিম সুজন।
এছাড়াও সহ দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা, সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মেসবাউল হক, অর্থ সম্পাদক আফজাল, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সহ মহানগর শ্রমিক লীগের অন্তর্গত সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।