ধূমকেতু প্রতিবেদক : ‘সমতার চেতনা প্রতিষ্ঠা করি নারীর সহিংসতা বন্ধে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলি’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে রোববার (৮ মে) বিকেল ৪ টায় গোদাগাড়ী থানার বসন্তপুর গ্রাম কমিটিতে এক আলোচনা সভা ও শাড়ী বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
রাজশাহীর নগর মাতা ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী’র নিকট হতে প্রাপ্ত অনুদানের শাড়ি এসকল অসহায় আদিবাসী নারীদের মাঝে বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। তিনি আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে অভিন্ন পারিবারিক আইন চালু করার আহ্বান জানান। তার মধ্যে অভিন্ন বিবাহ ও বিবাহবিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন চালু করতে হবে, অভিন্ন ভরণপোষণ আইন চালু করতে হবে, অভিন্ন অভিভাবক ও প্রতিপালন আইন চালু করতে হবে, অভিন্ন উত্তরাধিকার আইন চালু করতে হবে ও অভিন্ন দত্তক গ্রহণ আইন চালু করতে হবে। এই সব দিক গুলো তুলে ধরেন।
সভাটি পরিচালনা করেন, বসন্তপুর গ্রাম কমিটির সাধারণ সম্পাদক সোমা পান্না।
এসময় উপস্থিত ছিলেন, কাযাকারী কমিটির সদস্য নুরুন্নাহার পারভীন, রানী মন্ডল প্রমূখ।