ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ২ শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম খোকন হোসেন (৩৫), সে চন্দনকোঠা গ্রামের আবুল হোসেনের ছেলে। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শি ও পুলিশ জানা গেছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজুর রহমান ও এসআই আখতারুজ্জামানসহ এএসআই মোতালেব হোসেন সংগীয় ফোর্সসহ চন্দনকোঠা আমিনুলের মোড় ছদ্মবেশে উৎপেতে অপেক্ষা করছিলেন।
এসময় খোকন ইয়াবা নিয়ে যাওয়ার সময় খোকনকে আটক করে তার দেহ তল্লাশী ২শ’ পিস ইয়াবা পাওয়া যায়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ সারণির ১০(ক) ধারায় মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।