IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গা-ঢাকা দেওয়া নেতাদের তালিকা হচ্ছে‘দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে’শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে যা বললেন শিক্ষামন্ত্রী মহিবুল‘আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে’নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ নারী জঙ্গি গ্রেপ্তার‘রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হবে’সারাদেশে নাশকতাকারী সন্দেহে গ্রেপ্তার ২৬৫৭কোটা নিয়ে আপিল শুনানি রোববার‘কেবল কোটা সংস্কারেই ফয়সালা হবে না’বেলকুচিতে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় সরকার’২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিতহাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসোহেল-নিরব-টুকুসহ বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Home >> রাজশাহী >> নিজেদের মধ্যে রাবি ছাত্রদলের মারামারি

নিজেদের মধ্যে রাবি ছাত্রদলের মারামারি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির শাওনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই দলের আরেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের বিরুদ্ধে।

গত সোমবার রাতে নগরীর অক্ট্রয় মোড়ের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগী শাওনের দাবি, মিজানুর রহমান মিনু ভাই তার সাথে কথা বলতে চাই। এমন কথা বলে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ শফিকুল ইসলাম শফিক, আহসান হাবীব, আব্দুল লতিফ সম্রাট ও কর্মী হাসিব হাসান তাকে তার বাসার সামনে থেকে জোর জবরদস্তি করে মুখ বেঁধে মোটরসাইকেলে তোলে। এরপর নগরীর অক্ট্রয় মোড়ের নির্মাণাধীন ভবনের নিচতলায় নিয়ে এসে প্রাণনাশের উদ্দেশ্যে রড, লোহার পাইপ, কাঠ ও হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়েছে।এমতাবস্থায় অজ্ঞান হয়ে গেলে তাকে ফেলে রেখে চলে যায়।

তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান। তিনি বলেন, এমন কোন ঘটনা সম্পর্কে আমি জানিনা। এটা পুরোটাই একটা বানোয়াট ঘটনা। সামনে আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি নতুন কমিটি দিবে আর আমিও সেখানে একজন পদ প্রত্যাশী। এই জন্য আমার বিরুদ্ধে আমারই দলের একটি অংশ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। এই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি তার।

ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব সানিন চৌধুরি বলেন, ঘটনা শুনে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তাকে পরে থাকা অবস্থায় পাই। তখন তার নাক দিয়ে প্রচন্ড পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিলো। পরে আমরা কয়েকজন মিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাই। এখন ৮ নম্বর নিউরো মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান ছাত্রদলের এই নেতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news