ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৩৬০ জন হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধীসহ দরিদ্র জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) নগরীর শিমলা এলাকায় জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহী শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রসাশক আব্দুল জলিল।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তামুনজুর কাদের, ব্রাকের বিভাগীয় ব্যবস্থাপক মোতারোফ হোসেন ও লফস এর নির্বাহী পরিচালক ও এফএনবি রাজশাহী জেলার সহ সভাপতি শাহানাজ পারভীন, ব্যুরো বাংলাদেশ এর জোনাল ম্যানেজার ও এফএনবি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এফএনবি রাজশাহী জেলার সভাপতি ও ব্র্যাক রাজশাহী জোনের সম্বনয়কারী মহসিন আলী।
এসময় উপস্থিত ছিলেন, এফএনবি রাজশাহী জেলা কমিটির কোষাধ্যক্ষ বিডো এর আমিনুল ইসলাম, রাজশাহী জেলার এফএনবি এর সহযোগি সংস্থা আরএসডিপির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন, দিশা এর নির্বাহী পরিচালক দিলারা রহমান, টিএমএসএস আঞ্চলিক ব্যবস্থাপক আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে জাগরনী চক্র ফাউন্ডেশন, আশ্রয়, থানাপাড়া সো্য়ালজ এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে।
শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি দরিদ্র জনগোষ্ঠির পাশে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান। তিনি রাজশাহী জেলা এফএনবি সহেযোগি সংস্থারদের প্রসংশা করেন এবং দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে তাদের পাশে থাকার আহ্বান জানান।
তিনি সন্তানদের শিক্ষায় শিক্ষিত করা এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।