ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দৌলতপুর ৪ নং ইউনিয়ন আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ার) বিকালে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা ও জনসভায় সভাপতিত্ব করেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন।
দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি জনসভায় প্রধান অতিথি ছিলেন, (বেলকুচি ও চৌহালী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, দৌলতপুর ৪ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক।
আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে জনসভাকে সফল ও সার্থক করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মমিন মন্ডল নেতাকর্মীদের আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্যে সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করার আহ্বান জানান।


