ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের শাহপাড়া জামে মসজিদের জায়গা দখল করে ব্যক্তিভাবে ঘর নির্মাণ করার প্রতিবাদ করায় চারজনকে মারপিট করে আহত করা হয়েছে। শাহপাড়ার জালাল উদ্দিন ও তার ছেলে মুক্তা তার শ্বশুর বাড়ি থেকে লোকজন ভাড়া করে এনে লোকজনদের মারপিট করেছে। ভাড়াটিয়া লোকজনের মারপিটে স্থানীয় চারজনসহ বেশ কয়েকজন নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে।
স্থানীয়রা জানান, তানোর শাহপাড়া জামে মসজিদের জায়গা নিয়ে জালাল উদ্দিনের সাথে মসজিদ কমিটির লোকজনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে মাঝে মাঝে সেখানে দুপক্ষের ঝামেলা হতো। মসজিদের সাথে জালাল উদ্দিনের বাড়ি রয়েছে। তিনি তার বাড়ির পানি নামানের জন্য মসজিদের জায়গা দখল করার চেষ্টা করেন। এছাড়াও মসজিদের বেশ কিছু জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা করেন। মসজিদ কমিটির লোকজন এতে বাধা দিলে জালালের লোকজন তাদের নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত বুধবার দু’দফায় মারপিটের ঘটনা ঘটেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, গত বুধবার সকালে প্রথম দফায় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ৯৯৯ কল পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখান থেকে চলে আসার পর পুনরায় বিকেলে তানোরের চান্দুড়িয়া ইউনিয়ন থেকে ১০-১২জন লোক মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি বলেন, আমি নিজে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি মিমাংসা করে দিয়ে এসেছি। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।


