ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সাত দিনব্যাপী রেডার আবাসন মেলা- ২০২৩। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে নগরীর নগর ভবনের গ্রীন প্লাজায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
আবাসন মেলার উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, একটা নগর অবকাঠামোর বড় অংশ হিসেবে গণ্য হয় ভবন। বিশ্বের বহু উন্নত দেশে লক্ষ্য করা যায় তারা একটি ঘরের মধ্যেই সকল কিছু নির্মাণ করে থাকছে। সে তুলনায় আমরা অনেক ভালো আছি। তবে যারা গ্রাহকের টাকা নিয়েছেন তাদের ভবনের কাজ দ্রুত শেষ করে তাদের হাতে হস্তান্তর করার দিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরও বলেন, ডেভেলপার কোম্পানিগুলো গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধাও দিচ্ছে। কিন্তু শহর যেন ঢাকার মতো ককংক্রিটের নগরে পরিণত না হয়। যাতে ভবনে আগুন লাগলেও মানুষ বাসা থেকে বের হতে পারে না। আপনারা ভবন নির্মাণের যথাযথ নিয়ম মেনেই তা যেন করা হয় এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ভবন হবে সুন্দর, সামনে শপিংমল হবে এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডা রিয়েল এস্টেট ও ডেভেলপারস এসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু।
মেলা চলবে ৩ মার্চ পর্যন্ত। এবারের মেলায় অংশ নিয়েছে মোট ৪৮ টি রিয়েল এস্টেট ও ডেভেলপার প্রতিষ্ঠানের স্টল।