ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ উপলক্ষে “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে উপজেলা হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) গোদাগাড়ী ইউএনও জানে আলমের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, বিএমডিএ কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।


