লিটনের পক্ষে জাতীয় শ্রমিক লীগের লিফলেট বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’ এই স্লোগান কে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খানের নেতৃত্বে আগামী ২১শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আবারো এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে বিজয়ী করতে মঙ্গলবার (৯ মে) সকালে বিভিন্ন সরকারি দপ্তর জনতা ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ বিভিন্ন দপ্তরে রাজশাহীর দৃশ্যমান উন্নয়নের কথা বলে সম্বলিত লিফলেট বিতরণ করেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আবু সেলিম, নগর শ্রমিক লীগের সহ সভাপতি মোতাহার হোসেন বলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কাবাতুল্লাহ্, জয়েদ হোসেন, অর্থ সম্পাদক আফজাল, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রম সম্পাদক রুবেল।

আরও উপস্থিত ছিলেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মেজবাউল হক, প্রচার সম্পাদক আকতার আলী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহীর ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, রেলের শ্রমিক লীগ সদর দপ্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার দপ্তর সম্পাদক সত্যব্রত ইসলাম (হৃদয়), রূপালী ব্যাংক সিবিএর রাজশাহীর সাধারণ সম্পাদক রুবেলসহ নেতৃবৃন্দ।

Scroll to Top