হাইমাস্ট পোলে আলোকিত হলো লিলি সিনেমা হলের মোড়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আরও একটি সুউচ্চ বিদ্যুৎ লাইটের পোলের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ মে) রাত ৮টায় সুইচ চেপে নগরীর মোল্লাপাড়া লিলি সিনেমা হলের মোড় এলাকা আলোকায়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরই মাধ্যমে আলোকিত হলো মোল্লাপাড়া লিলি সিনেমা হলের মোড় ও আশপাশের এলাকা।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিকসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Scroll to Top