রাজশাহীতে জীবনের নিরাপত্তা ও আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ভুক্তভোগী এক পরিবার নিজেদের জীবনের নিরাপত্তা ও আইনী সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেন।
বুধবার (২৪ মে) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২১-৩-২০২২ তারিখে রাজশাহী নিউমার্কেটের প্রধান ফটকের সামনে ছুরিকাঘাতে খুন হওয়া রিয়াজুলের মৃত্যুকে কেন্দ্র করে রানা শেখকে পরিকল্পিতভাবে প্রধান আসামী করা হয়। কিন্তু পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাকে তিন নাম্বার আসামী করা হয় বলেও জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা রানা শেখের স্ত্রী শান্তা।
তিনি আরও বলেন, সেই মিথ্যা মামলাকে কেন্দ্র সেই তখন থেকেই আজ অবদি সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন সময় রানা শেখের পরিবারের উপর নানামুখি অত্যাচার ও নিপিড়ন চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত গত ১৯-৫-২০২৩ ইং তারিখ সকালে ষষ্ঠিতলা নিবাসি রিংকু, জিতু, রুবেল, তাতাই, সানি, হিমেল, আকাশ ও সাব্বিরসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে রানা শেখের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে বলে দাবি তার স্ত্রী শান্তার। যার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন আহত রানা শেখ। কিন্তু অলৌকিক কারণে সেই অভিযোগ এখনো মামলায় পরিণত না হওয়াতে ক্ষুব্ধতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্থ ও ভুক্তভোগি পরিবার।
সংবাদ সম্মেলনে তারা আরও দাবি করেন, ষষ্ঠিতলা নিবাসি হারুর নির্দেশে পূর্বপরিকল্পিতভাবে রানাকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্তরা ধাঁরালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। আহত রানা উক্ত খুনের মামলায় এখন জামিনে আছেন। রানার স্ত্রীর দাবি, ঐ হত্যা মামলায় তার স্বামী ঘটনাস্থলে ছিলেন না। ঘটনার ভিডিও ফুটেজই তার প্রমান। ঐ সময় রানা পাশর্^বর্তী শিরোইল পুলিশ ফাড়িতে অবস্থান করছিলেন।
সংবাদ সম্মেলনে তারা আরো দাবি করেন, রিয়াজুলের মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদফা তাদেও বাড়িঘরে হামলা ও লুটপাতের ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। এর আগে গত ৭-৫-২০২২ ইং তারিখে অভিযুক্তরা রানার বাসায় জোড়পূর্বক প্রবেশ করে শান্তাকে মারধর করা ছাড়াও লুটপাট ও আসবাবপত্র ভাংচুর করে। ঐসময় শান্তা নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে মোকাম বিজ্ঞ বোয়ালিয়া থানা আমলী আদালত, রাজশাহীতে সাতজনের নাম উল্লেখ্য পূর্বক একটি মামলা করেন। যার সিআর মামলা নং- ৩৯৮/২০২২। সেই মামলা ও রিয়াজুলের মৃত্যুকে কেন্দ্র করে স্বামী রানা শেখের উপর এমন হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি শান্তা খাতুনের।
সংবাদ সম্মেলনে রানার স্ত্রী শান্তা আরও বলেন, অভিযুক্তরা শুধু তার স্বামী ও তাকেই মারধর করেননি। রানার বৃদ্ধ বাবা-মা’র উপরও হামলা চালিয়েছে।
অভিযুক্তদের আক্রোশমূলক আচরণ, নিয়মতি ভয়ভীতি প্রদর্শন ও হামলার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশেষ অনুরোধ জানিয়েছেন। এছাড়াও রিয়াজুল হত্যার সুষ্ঠু ও ন্যায় বিচারের মাধ্যমে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন।