কেশরহাট বাজার বণিক সমিতির সভাপতি সাদ আক্কাস, সম্পাদক শরিফুল

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভায় আজ ৮ ই জুন বৃহস্পতিবার বণিক সমিতির সর্ব প্রথম ভোট গ্রহণ অনুষ্ঠিত।
সকাল ৮ হতে বিকাল ৪ টা পযর্ন্ত কেশরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ টি বুথ এ উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলেন আলহাজ্ব সাদ আক্কাস হোসেন, (চেয়ার প্রতিক), সাবের আলী প্রাং (ছাতা), আঃ মালেক বাবুল (দেয়াল ঘড়ি)।
সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
তারা হলেন, আঃ খালেক (মোরগ), মেরাজ উদ্দিন (আম), শরিফুল ইসলাম (আনারস)। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলেন, তাহাসিম বিল্লাহ তাপস (টিউবওয়েল), হাবিবুর রহমান মিঠু (কলস)। কার্যনির্বাহী সদস্য ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তারা হলেন মোস্তাফিজুর রহমান খালেদ (কাপ পিরিচ), এনামুল হক (তালা), হেলাল (পানির বোতল), মাসুদ রানা (মোবাইল)। এই ভোটের প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং।
মোট ভোটার ১০৪৫ জন। তার মধ্যে ভোট পড়েছে ৯৪৭, ৩ বছরের জন্য ভোটের মাধ্যমে সভাপতি পদে আলহাজ্ব সাদ আক্কাস চেয়ার প্রতীক নিয়ে ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাবের আলী ছাতা প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩১৭, সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম শরীফ আনারস প্রতীক নিয়ে ৪২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ খালেক মোরগ প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩০১, সাংগঠনিক পদে হাবিবুর রহমান মিঠু কলস প্রতীক নিয়ে ৪৪৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহাসিন বিল্লাহ তাপস টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট পান ৪৪৬, কার্যনির্বাহী কমিটি সদস্য পদে মাসুদ রানা মোবাইল ফোন প্রতীক নিয়ে ৫৬০ ভোট, এনামুল হক তালা প্রতীক নিয়ে ৫২৯, মোস্তাফিজুর রহমান খালেদ কাপ পিরিচ প্রতীক নিয়ে ৫২৪ ভোট পেয়ে তারা নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটে ওসমান আলী নির্বাচিত হন।