ধূমকেতু প্রতিবেদক : আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করা লক্ষ্যে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল প্রচারণা চালিয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় নগরীর ৯ নম্বর ওয়ার্ডে জোতমহিষ ও পাঠানপাড়া পদ্মানদীর পারে উন্মুক্ত ময়দানে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
৯ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক সিআইপি শামসুজ্জামান আওয়াল।
এসময় উপস্থিত ছিলেন, রাসিকের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাসেল জামান, নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ডা. মাহাফুজুর রহমান রানা, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান রুবেল।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, হাফিজুর রহমান মোস্তফা।
এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাসেল জামানের পক্ষে ভোট চাওয়া হয়।