ধূমকেতু প্রতিবেদক : ‘রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সোমবার (২৪ জুলাই) গোদাগাড়ী উপজেলায় অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৷
উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জাহিদ হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধ কমিটির সভাপতি সাবিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিন, অধ্যক্ষ সাইদুর রহমান, প্রধান শিক্ষক মাহফুজুল আলম, হায়দার আলী, উদুপ্রক’র সহসভাপতি আশরাফুজ্জামান মাসুম, সদস্য মাসুদুজ্জামান প্রমুখ।
স্বাগত বক্তব্যে উদপ্রক’র সভাপতি দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা আর সামাজিক সচেতনতার প্রতি জোর দেন ৷
প্রতিযোগিতায় মোট আটটি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন ৷ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার আপ হয় আ.ফ.জি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৷
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নাসফিয়া নাজনীন। উভয় দলের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও ক্রেস্ট ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাচিকশিল্পী এস এম তিতুমীর৷