ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সপুরা বিসিক এলাকার রাস্তার আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
আরও উপস্থিত ছিলেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম প্রমখ।