ধূমকেতু প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস-২০২৩ উপলক্ষে রাজশাহী কলেজে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মধ্যে ছিল বিভাগ পর্যায়ে হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। ৭ আগস্ট হতে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভাগভিত্তিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। কলেজের বিভিন্ন বিভাগ ও সংগঠনসমূহ এবং সমাজবিজ্ঞান বিভাগ পরিচালিত সামাজিক স্কুলের পথশিশু শিক্ষার্থীরা র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে।
পরে সকাল সাড়ে ৯ টায় রাজশাহী কলেজের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি ইউনিট, রেঞ্জার ইউনিট ও রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
সকাল পৌনে ১০ টায় কলেজ কেন্দ্রীয় লাইব্রেরির সামনের চত্বরে রাজশাহী কলেজ বাঁধন ইউনিট কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ।
অতঃপর সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু ও বাঙালির আত্মপরিচয়’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভার আলোচক ছিলেন, ইতিহাস বিভাগের অধ্যাপক আবু হাসনাৎ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহŸায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইয়াসমীন আকতার সারমিন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ ও উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও কর্মনিষ্ঠার পরিচয় তুলে ধরে দেশের আগামী প্রজন্ম তথা শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
উপাধ্যক্ষ আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে জাতির পিতার আদর্শকে নিষ্ঠার সাথে অনুসরণের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। শেষে জাতীয় শোকদিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাদ যোহর কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেষে হেমন্তকুমারী হিন্দু ছাত্রাবাস ও মন্দিরে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।