বাঘায় ডিজেল-পেট্রোল ভর্তি ব্যারেল চুরি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘার পীরগাছা মোড় বাজারে শিমুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ডিজেল-পেট্রোল ভর্তি দুইটি ব্যারেল চুরি হয়েছে। যার মূল্যে ৬০ হাজার টাকা।

সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটেছে। শিমুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় দোকানে এসে দেখেন ডিজেল-পেট্রোল ভর্তি ব্যারেল দুই টি নাই। দুইটি ব্যারেলের একটিতে ২২০ লিটার ডিজেল আরেকটিতে ২২০ লিটার পেট্রোল ছিল। সেখানকার ব্যবসায়ীরা পালাক্রমে পাহারা থাকতেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান শিমুল ইসলাম।

ওই রাতে যারা পাহারা ছিলেন, তারা চুরির বিষয়ে কিছু বলতে পারেননি। সকালে চুরির বিষয়ে শুনেছেন বলে তারা জানিয়েছেন।

থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, চুরি সক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top