রাজশাহীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বেলপুকুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। সামবার রাতে মহানগরীর বেলপুকুর থানাধীন মহিলা কলেজ সংলগ্ন রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, চট্টগ্রাম জেলার বাঁশখালি থানাধীন পশ্চিম নাকোড়া (রুস্তমকাটা) এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে গিয়াস উদ্দিন (২৮)।

র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২৪ আগস্ট) রাত ১১ টায় নগরীর বেলপুকুর থানাধীন মহিলা কলেজ সংলগ্ন রেলগেট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য গিয়াস উদ্দিনকে ২টি উগ্রবাদী বই ও ৬টি লিফলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

Scroll to Top