বাঘায় ৫১ ফেন্সিডিলসহ আটক ১

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ৫১ বোতল ফেন্সিডিল সহ হামিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে সীমান্ত এলাকার আলাইপুর পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর ভূড়িপাড়া গ্রামের হামিদুল ইসলাম এর মুদিখানা দোকানের দক্ষিন পার্শ্বে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৫)কে ৫১ বোতল ভারতের তৈরী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক করা হয়। তার পিতার নাম সাবদার হোসেন ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, এ বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বাঘা থানায় একটি মাদক মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক হামিদুল ইসলামের নামে থানায় বিগত সময়ের বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।

Scroll to Top