ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বুধবার (২৩ আগস্ট) বেলা ১১ টায় গবেষণা সম্পর্কিত গবেষণা মূল্যায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রুয়েটের গবেষণা ও সম্প্রারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এস.এম জহুরুল ইসলাম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মাসুদ রানা, অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রধান প্রকৌশলী শাহাদাৎ হোসেন।