ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পকুর পাহারাদারের মৃত্যু হয়েছে।
এলাকা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ আগষ্ট) প্রতিদিনের নেয় বাড়িতে রাত্রের খাওয়া শেষে, বাড়ির পাশের্^ এনামুলের পকুর পাহারা দেওয়ার জন্যে রাত্রি ৯ টার দিকে যায়।
শনিবার (২৬ আগষ্ট) সকালে বাড়িতে না ফিরলে তার স্ত্রী তার ছোট মেয়েকে বলে যে তোর বাবা প্রতিদিন আসে আজ কেন আসছেনা। এই বলে তার মেয়েকে পকুর পাহারা দেওয়ার ঘরে বাবার খোজ করতে পাঠায়। মেয়ে গিয়ে দেখে বিদ্যুৎ এর তার নিয়ে বাবা খড়তা গ্রামের আব্দুল আজিজ (কুড়ানুর) এর ছেলে খোরশেদ আলম (৪০) নিচে পড়ে আছে এবং সে বাড়িতে এসে খবর দিলে বাড়ির লোকজন গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়।
পরে থানা পুলিশ কে খবর দিলে, ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচাজ (ওসি) হরিদাস মন্ডল বলেন, পারিবারিকভাবে অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।