ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার রাজারামপুর চাত্রা দারুল হাদিস আলিম মাদ্রাসার আয়োজনে।
রাজারামপুর চাত্রা দারুল হাদিস আলিম মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল আলিমের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীরা পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খোজ নিতে হবে ।