ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে ‘গতির বেগে সময়ে সাথে বিজ্ঞানের অগ্রযাত্রায় শিমুল আজ’ এই পথে প্রতিপাদ্যে এসএমএনএসএসসি ৮ম অন্তঃস্কুল বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত।
রোববার (২৪ সেপ্টেম্বর) নগরীর সিএন্ডবি মোড়স্থ শিমুল মেমোরিয়াল স্কুল এ মেলার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন, বিসিএসআইআর’র পরিচালকসেলিম খান।
তিনি বলেন, আমরা আপনাদের মত আয়োজন করা বিজ্ঞান মেলা থেকে আইডিয়া গ্রহণ করে পরবর্তীতে সেটা প্রজেক্ট হিসেবে জাতীয়ভাবে উপস্থাপন করি।
দুইদিন ব্যাপি মেলার উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক জিয়াউল হক, রাজশাহী মতিহার থানা শিক্ষা অফিসার মিজানুর রহমান।
এসময় বিজ্ঞান মেলার বিচারকার্য সম্পন্ন করার জন্য বিসিএসআইআর, রুয়েট ও নিউ গভঃ ডিগ্রি কলেজ এর অভিজ্ঞ ও বিজ্ঞানমনস্ক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক হিসেবে ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য ও দক্ষ পরিকল্পক এবং কারিগর ইঞ্জিনিয়ার রোটারিয়ান নাজমা রহমান। মেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন, অমায়ীক ও বাকপটু অধ্যক্ষ বিরাজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান এম এ মান্নান খান। তিনি আগত অতিথিদের মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান ও বিজ্ঞান মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।