ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা হলে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কামরুজ্জামান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অনুতোষ দাশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শেখ হাসিনা হলের সহকারী প্রভোস্ট রাকিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, শেখ হাসিনা হলের সহকারী প্রভোস্ট আসমাউল হুসনাসহ বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, শেখ হাসিনা হলের ছাত্রীবৃন্দ প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্ত্রিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর আলোচনা সভা , দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।