ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় ৪১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কৃতি সন্তানদের সংবর্ধনা এবং শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা মিলায়াতনে এ আয়োজন করেন উপজেলা পরিষদ।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা।

এসময় উপস্থিত ছিলেন, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধীজনসহ মোহনপুর উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা।
এসময় ৪১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত মোহনপুর উপজেলার কৃতি ৮ সন্তানদের মাঝে তাদেরকে ক্রেসকার্ড হাতে তুলে দেন এমপি আয়েন উদ্দিন।