ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সমকালের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) রাজশাহীর লবঙ্গ রেস্টুরেন্টে আলোচনা সভা, আড্ডা ও কেককাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ রাজশাহী জেলা শাখা।
রাজশাহী জেলা সুহৃদ সমাবেশের সভাপতি ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমানের সভাপতিত্বে এবং রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস শিল্পী।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদা আয়েশা সিদ্দিকা, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাসদের মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলী প্রমুখ।
অনুষ্ঠানে রাসিক মেয়র আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পত্রিকা সমকাল। যেটির প্রিন্ট ভার্সন ও আছে, অনলাইন ভার্সনও আছে। সমকাল ১৯ বছরে পদার্পণ করলো। বাংলাদেশে অনেক পত্রিকা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সমকালকে একটা ভিন্ন মাত্রায় আমরা দেখতে পাই। পত্রিকার যে ধরণ ধারণ এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে মুনশিয়ানা সেটি তার সূচনালগ্ন থেকেই অব্যাহত আছে। সমকালের চলার পথ আরো দীর্ঘদিন থাকবে। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের সুখ দুঃখের কথা তুলে আনবে। রাজনীতির কথা বলবে, খেলাধুলার কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যসেবার কথা বলবে, যাবতীয় সবকিছু বলবে সমকাল তার বৈশিষ্ট্য ধরে রাখবে এ কামনা করি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘১৯ বছরে পদার্পণ করায় সমকালকে শুভেচ্ছা। আমি ২০০৫ সাল থেকে সমকালের নিয়মিত পাঠক। সমকালের কালের খেয়া আমি অনেক মনযোগ দিয়ে পড়ি। এ ম্যাগাজিন খুবই উন্নত মানের। সমকাল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত। আশা করি, সমকাল এ ধারা অব্যাহত রাখবে। ’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত বলেন, ‘স্লোগানটা আমার বেশ ভালো লাগলো। আমরা বহুমতের মানুষ, বর্ণিল পথ দিয়ে হাঁটছি। সমকাল ধারাবাহিকভাবে তাদের লেখনীর মাধ্যমে তাদের স্বতন্ত্রতা বজায় রেখেছে। ’
মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান বাদশা বলেন, ‘যেদিন থেকে সমকাল প্রকাশিত হয়, সেদিন থেকে আমি সমকালের পাঠক। আমার সবচেয়ে প্রিয় অংশ কালের খেয়া। কয়েক সপ্তাহ ধরে দেখছি কালের খেয়ার সাইজ পরিবর্তন হয়েছে। টেবলয়েড সাইজ বাদ দিয়ে এখন পত্রিকার সাথে বের হচ্ছে। টেবলয়েড সাইজের হলে সেগুলো সংগ্রহ করে রাখা সুবিধা হতো। আগের সংখ্যাগুলো আমি সংগ্রহ করে রাখতাম। বহুমতকে ধারণ করে সমকাল মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করছি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস শিল্পী বলেন, ‘বহুমত, বর্ণিল পথ। বাংলাদেশের মতো এতো বড় একটা জায়গায় মতের পার্থক্য এবং বহুমত থাকবে এটাই স্বাভাবিক। বহুমতের জায়গা থেকে দৈনিক সমকাল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সকলের মন জয় করে চলেছে। এ কারণেই ১৯ বছর ধরে সমকালের পথচলা সুগম হয়েছে। সমকালের উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।’ এসময় সমকালের পথচলা যেন আরও দৃঢ হয় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, ‘সমকাল আমাদের প্রত্যাশা পূরণ করেছে। আমরা যে প্রত্যাশা নিয়ে পথ চলি, যে প্রত্যাশা নিয়ে মানুষের কথা বলি, সে প্রত্যাশা পূরণ করেছে সমকাল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে সমকালের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।