ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলায় প্রতি বছরের ন্যায় পবা-মোহনপুর-৩, আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি নিজস্ব ব্যাক্তিগত তহবিল থেকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপহার স্বরুপ ২৩টি পূজা মন্ডপের সকল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
পূজা মন্ডপ পরিদর্শন ও এমপি আয়েন উদ্দিনের উপহার স্বরুপ বস্ত্র বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন, ইউপি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, আল-আমিন বিশ্বাস,দেলোয়ার হোসেন, হজরত আলী, আজাহারুল ইসলাম বাবলু, বাবলু হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল (মাস্টার), স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন সরকার রনি, পুজা উদযাপন পরিষদের সভাপতি রনোজিত কুমার রতন, সাধারণ সম্পাদক কমল সরকার, শিক্ষক মীনা বালা, সহযোগী অধ্যাপক তপন কুমার সরকার।
আরও উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন, ইউপি সদস্য মুখলেসুর রহমান, রণজিৎ সরকার, অনুকূল সরকার, সুকুমার সরকার, দেবাশীষ সরকার সুমন, নারায়ন চন্দ্র সরকার, বিশ্বনাথ সরকার, শিক্ষক শ্যামল, রতন কুমার, সুকুমার, সুজিত, নিখিল চন্দ্র সরকার, ববিনসহ বিভিন্ন গ্রামের নারী পুরুষ সনাতন ধর্মাবলম্বীরা।