ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শুক্রবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বোয়ালিয়া মডেল থানা ০৭ জন, রাজপাড়া থানা ০৩ জন, চন্দ্রিমা থানা ০৫ জন, মতিহার থানা ০২ জন, কাটাখালী থানা ০৩ জন, বেলপুকুর থানা ০২ জন, শাহমখদুম থানা ০২ জন, পবা থানা ০১ জন, কাশিয়াডাঙ্গা থানা ০৪ জন, দামকুড়া থানা ০৯ জন ও ডিবি পুলিশ ০৪ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ সাদিকুল ইসলাম (৫০)কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে, বাবু (৪৫), সহিদ (৪২) দেরকে ১৫ গ্রাম হেরোইনসহ আটক করে।
এদিকে, চন্দ্রিমা থানা পুলিশ আজম আলী (২৮), আনোয়ার (২০) দেরকে ১৯ বোতল ফেন্সিডিলসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ মাউল (৩২)কে ০৬ গ্রাম হেরোইনসহ আটক করে, খোকন সরদার (৪০)কে ০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ আসাদুল আলী (৩০)কে ০১ গ্রাম হেরোইনসহ আটক করে, মাসরেকুল (৩২)কে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পবা থানা পুলিশ হাফিজুর রহমান (২৮)কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মারুফ হোসেন জুবায়ের (৩৫)কে ০৩ লিটার ফেন্সিডিলসহ আটক করে। দামকুড়া থানা পুলিশ শ্রী নন্দী সরকার (৬০)কে ০৬ লিটার দেশীয় চোলাইমদসহ আটক করে ও ডিবি পুলিশ দেওয়ান মোহাম্মদ এহসানুল করিম ওরফে সজল (২৬)কে ২০ গ্রাম হেরোইনসহ আটক করে, নাজমুস সাদাত (২৩)কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে, সাগর আলী(২৫)কে ১৭ গ্রাম হেরোইনসহ আটক করে, কাজল আলী (৩০)কে ০১ কেজি গাঁজাসহ আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।