ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নতুনত্ত নিয়ে আসছে নাজিম’স প্রাইভেট সেন্টার। শুক্রবার বিকাল ৫ টার দিকে নগরীর মহিষবাথান আপেল ডেকোরেটরের মোড়ে নাজিম’স প্রাইভেট সেন্টারের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
নাজিম’স প্রাইভেট সেন্টারের উপদেষ্টা আলতাব হোসেনের সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।
অনুষ্ঠানে নাজিম’স প্রাইভেট সেন্টারের পরিচালক আহাদুজ্জামান নাজিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, আহমাদ হুসাইন, হাসমাতুল্লা, শহিদুজ্জামান আজিম।
এসময় উপস্থিত ছিলেন, মাহাবুবুল হক মিঠন, রাকিবুল হাসান রুবেল, সাদ্দান হোসাইন রিপন, অনিক, শাকিল প্রমুখ।
উল্লেখ্য, নাজিম’স প্রাইভেট সেন্টার এখন তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলাবে।