ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ জন। করোনার দ্বিতীয় ঢেউ এ এসে আক্রান্ত হয়েছে মোট ৩৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১৩১। চিকিৎসাধিন রয়েছেন ২১৬ জন। উপজেলা জুড়ে করোনা পজিটিভ হওয়া রোগীর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ জন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অভিযানসহ লকডাউন দেয়া হচ্ছে। জনসাধারনের চলাচলেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। আইন অমান্য করলে জরিমানা সহ রাখা হয়েছে শাস্তির বিধান।
শনিবার বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জনের করোনার র্যাপিড এ্যান্টিজেন টেস্টে পজিটিভ আসে ৬ জনের। পরীক্ষা বেশি হলে আক্রান্তের সংখ্যা বাড়বে বলে ধারনা চিকিৎসকদের।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এ এসে পরীক্ষার ভিত্তিতে করোনা পজিটিভ হচ্ছে বেশি। আক্রান্তদের অনেকেই আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে। সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে যাচ্ছেন রোগীরা। করোনা পজিটিভ হয়ে বর্তমানে ২ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন রয়েছেন। তাদের অবস্থায় অনেক ভালো।
বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, মানুষের সচেতনতার অভাবে করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ কোন ভাবেই সরকারী নির্দেশনা মেনে চলছেনা। অনেকেরই করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। লোকলজ্জার ভয়ে অনেকে করছেননা করোনার নমূনা পরীক্ষা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে।