ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবার বায়া বাজারে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গতকাল শনিবার মৃত্যুবরনকারী গ্রাহকের বীমা দাবীর দুই লক্ষ টাকার চেক প্রদান করেন। তেলিপাড়া গ্রামের লিটন আলী নামে একজন গ্রাহক দুই লক্ষ টাকার একটি একক বীমা করেন। তিনি প্রথম কিস্তি দেয়ার ১৭দিন পরেই মারা যান। কোম্পানীর নিয়মানুযায়ী মনোনীত মৃত লিটনের স্ত্রী অঞ্জনা বেগমে হাতে বায়া বাজরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকার চেক তুলে দেন কর্তৃপক্ষ।
চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুসলেম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম (উন্নয়ন)। বিশেষ অতিথি ছিলেন অত্র কোম্পানীর রাজশাহী জোনের জোনাল ম্যানেজার শফিকুল আলম ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রাজশাহী মহানগর শাখার আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টুসহ অত্র স্থানীয় বীমা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকসহ প্রায় ১৫০জনের মত উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী জোনাল অফিসের ব্রাঞ্চ-কো-অর্ডিনেটর লুৎফর রহমান ও ইউনিট ম্যানেজার মিঠু দাস।
প্রধান অতিথি বলেন, প্রতিটি মানুষের পরিবারের নিরাপত্তার জন্য জীবনবীমা করা প্রয়োজন। বিমা কোম্পানীগুলোই পারে এভাবে একটি পরিবারকে বাঁচাতে। কারন বীমা কোম্পানী সর্বদা জনগণের কথা ভাবে। কেউ এক কিস্তি দিয়ে মৃত্যুবরন করলেও চুক্তি অনুযায়ী সমুদ্বয় টাকা পরিশোধ করে থাকে বীমা কোম্পানী। অথচ অন্য কোন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান এভাবে কোন অর্থ গ্রাহকেকে দিতে পারেনা। তিনি আরো বলেন, আজকে যে টাকা প্রদান করা হলো তা দিয়ে লিটনের স্ত্রী তার সন্তানদের নিয়ে অনায়াসে সংসার পরিচালনা করতে পারবেন। বক্তব্য শেষে অঞ্জনার হাতে এই চেক প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিকে লিটনের স্ত্রী অঞ্জনা বলেন, তার স্বামী এই বীমা করেছিলেন বলে আজকে তিনি এই টাকাগুলো পেলেন। স্বামী মরে যাওয়ার পরে তিনি সন্তান নিয়ে অথৈ সাগরে পড়ে গিয়েছিলেন। এখন তিনি এই টাকা দিয়ে ছোট ব্যবসা করে হলেও সংসার পরিচালনা করতে পারবেন বলে জানান তিনি। তিনি সকল মানুষকে বীমা করার পরামর্শ দেন।