তানোরে ২৬ বছর পর বিদ্যুৎ সংযোগ পেলো শাফিউল

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে পল্লী বিদ্যুতের ডিজিএম এর উদারতা ও সহযোগীতায় ২৬ বছর পর বিদ্যুৎ পেল একটি কুড়ো খরে স্ত্রীসহ ২ ছেলে নিয়ে বসবাস করা দরিদ্র দিনমজুর শাফিউল।

ঘরে বিদ্যুতের সাদা আলোর জ্বলে উঠার সাথে সাথে শাফিউলের ছেলে ও স্ত্রীর চোখে মুখে ফুটে উঠে খুশির ঝিলিক।

মঙ্গলবার বিকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা সরেজমিন গিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘরে লাইট জ্বালিয়ে দেন।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,মুন্ডমালা পৌর এলাকার চুনিয়া পাড়া গ্রামের আজিমুদ্দীনের ছেলে খাস জমিতে টিনের একটি ঘর বানিয়ে ২৬ বছর ধরে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে অতী কষ্টে স্ত্রী ও ২ ছেলে নিয়ে বসবাস করে আসছিলেন শাফিউল ইসলাম।

বিষয়টি রাজশাহী পল্লী বিদ্যুৎ তানোর জোনের ডিজিএম জহুরুল ইসলামের নজরে আসার সাথে সাথে তিনি মঙ্গলবার বিকালে শাফিউলের টিনের কুড়ো ঘরে বিদ্যুতের সংযোগসহ আলো জ্বালিয়ে দেন।

এবিষয়ে শাফিউল ইসলাম বলেন, দিন আনি দিন খাই, তারপরও বিদ্যুৎ নেয়ার চেষ্টা করে পারিনি। ২৬ বছর ধরে অতি কষ্টে পরিবারসহ ২ ছেলে সন্তান নিয়ে খুব কষ্টে বসবাস করি।

তিনি বলেন আমাকে অফিসে যেতে হয়নি সব কিছুই ডিজিএম স্যারের উদারতা ও সহযোগীতায়, কোন টাকা ছাড়াই আমার কুড়ো ঘরে বিদ্যুতের সাদা আলো জ্বালিয়ে দিলেন তিনি। সরকারী কোন দান অনুদান পান না বলেও জানান তিনি।

শাফিউলের স্ত্রী বলেন, বিদ্যুৎ না থাকায় আমার ২ ছেলে বাতি জ্বালিয়ে পড়া লিখা করতে খুব বিরক্ত হয়। তিনি বলেন, এখন ছেলেরা বিদ্যুৎ পেয়ে খুব খুশি।

যোগাযোগ করা হলে রাজশাহী পল্লী বিদ্যুতের তানোর জোনের ডিজিএম জহুরুল ইসলাম বলেন, শাফিউলের ঘরে বিদ্যুৎ নেই বিষয়টি জানতে পেরেই তার ঘরে বিদ্যুতের সংযোগসহ ঘরে আলো জ্বালিয়ে দেয়া হয়েছে।

Scroll to Top