ধূমকেতু প্রতিবেদক, বাঘা : মানবাতাবাদী কন্ঠ শিল্পী ভুপেন হাজারিকা তার সু-মধুর কন্ঠে গেয়ে ছিলেন ‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা’। তাঁর এই গানটিকে যদি আমরা লালন করে থাকি তাহলে প্রত্যেক বিত্তবানের উচিত সমাজের অসহায় মানুষের পাশে এসে দাড়ানো।
এদিক থেকে আমাদের সমাজে এখনও অনেক ভালো মানুষ আছেন, যারা সত্যিকার অর্থে গরিব-দু:খি মানুষদের নিয়ে ভাবেন এবং তাদের পাশে দাড়ান। তাদেরই একজন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। তিনি নিজ অর্থায়নে বাঘার অতিদরিদ্র, কর্মহীন, দিনমজুর, বয়স্ক মানুষদের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে ক্রয় করেছেন ২০ টি হুইল চেয়ার। তাঁর এক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের অভিজ্ঞ মহল।
বাঘার হুইল চেয়ার পাওয়া দক্ষিন মিলিক বাঘা গ্রামের আমিন সরকার ও বেলাল হোসেন, শাহানুর রহমান শানু বানিয়ে পাড়া, সাজেদুর রহমান পিপলু সড়কঘাট ও বাসস্ট্যান্ড এলাকার মুঞ্জুর কাদের বলেন, বয়সের ভারে অনেকটা অসহায় হয়ে পড়েছি। একটি হুইল চেয়ারের খুব প্রয়োজন ছিলো। কিন্তু করোনা মহামারিতে সংসারের অবস্থা ভাল যাচ্ছে না। এ দিক থেকে মনের ইচ্ছে পুরোন করলো আমাদের উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ ।
এ বিষয়ে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, আমার কাছে যেটা মনে হয়েছে, মাঝে মধ্যে সরকারি এবং বে-সরকারী ভাবে কিছু সংগঠন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে থাকেন। এ দিক থেকে বয়স্ক এবং বৃদ্ধ মানুষ গুলোর কথা কেউ ভাবেন না। তাই বৃদ্ধ এবং বয়স্ক মানুষদের কথা চিন্তা করে আমি এই উদ্যোগ টি নেয়। আমি চাই সমাজের সকল মানুষ ভালো থাকুক।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা অধ্যাপক সানোয়ার হোসেন, সাবেক সভাপতি বাঘা উপজেলা ছাত্রলীগ সানোয়ার হোসেন সুরুজ, জালাল উদ্দীন মাস্টার প্রমুখ।