ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শেখ রাসেল দিবস ও জন্মদিন উপলক্ষ্যে বেসরকারী ও মানবাধিকার উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন রাজশাহী জেলার পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং আনন্দ উৎসব করা হয়।
অনুষ্ঠানে লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন এ সভাপতিত্বে লক্ষিপুর দুঃস্থ মহিলা শিল্প সংস্থার সভানেত্রী মিসেস সুফিয়া ইসলাম, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক (অর্থ) তৌফিকুল ইসলাম, সংস্থার প্রোগ্রম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেখ রাসেল এর জন্মবার্ষিকিতে সকলকে লফস এর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক (অর্থ) তৌফিকুল ইসলাম ও লক্ষিপুর দুঃস্থ মহিলা শিল্প সংস্থার সভানেত্রী মিসেস সুফিয়া ইসলাম সংক্ষিপ্ত আলাচনা করেন।
অনুষ্ঠান শেষে শেখ রাসেলের ছবি সম্বলিত সকল অংশগ্রহণকারী প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হয় এবং কেক কাটার মাধ্যমে আনন্দ উৎসব পালন করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন রাজশাহী জেলার সকল সহযোগি সংস্থা সমূহ যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করছে।
অনুষ্ঠানের প্রথম অংশে এ নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করেন।