ফায়ার সার্ভিস রাজশাহীর নতুন উপ-পরিচালক মমতাজ উদ্দিন

ধূমকেতু প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগ রাজশাহীর উপ-পরিচালক হিসেবে যোগদান করেছেন এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ। গত ১৪ অক্টোবর তিনি কর্মস্থলে যোগদেন।

এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ ১৯৮৭ সালের ০৯ নভেম্বর স্টেশন অফিসার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিরপুরে যোগদান করেন। পরে পর্যায়ক্রমে তিনি উপ-পরিচালক পদে পদোন্নতি পান।

এরপর ২০১৯ সালের পহেলা ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগ বরিশালের উপ-পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর তিনি গত ১৪ অক্টোবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগ রাজশাহীর উপ-পরিচালক হিসেবে যোগদান করেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। আর পিতা মাতার ৫ সন্তানের মধ্যে তিনি চতুর্থ নম্বর সন্তান। এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় জন্ম গ্রহণ করেন।

Scroll to Top