ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিবাহ ভাতা ও মরনোত্তর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সদস্য ও তাদের পরিবারের হাতে এই অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না, সহ সাধারণ সম্পাদক বিপুল হোসেন, কোষাধ্যক্ষ আরমান আলী ডলার।
উল্লেখ্য যে, ১২ জন মাস্টারের ছেলে ও মেয়ের বিবাহ ভাতা হিসেবে প্রত্যেকে ১০ হাজার টাকা ও মৃত্যুকালীন এককালীন অনুদান হিসেবে মরহুম মাস্টার মাইনুল হাসান ফুয়াদের পরিবারকে ১ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।