ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিদ্যমান জরুরি বিভাগ সমূহের কার্যক্রম জোরদার ও সাধারণ জরুরি বিভাগ দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একই সঙ্গে জরুরি বিভাগ সম্পর্কিত সংশ্লিষ্ট কমিটিকে বিশ্বমানের জরুরি সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জরুরি বিভাগ চালুর লক্ষ্যে কাজ করারও নির্দেশ দেন তিনি।
রোববার শহীদ ডা. মিল্টন হলে রোগীদের জরুরি সেবা সম্পর্কিত এক সভায় তিনি এসব নির্দেশ দেন।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানসহ বিএসএমএমইউর সকল ডীন ও সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনভেনশন সেন্টারে রোববার ২৫০ জন করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। সর্বোমোট দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৩ হাজার ৭৩০ জন। অন্যদিকে পিসিআর ল্যাবে ১ লাখ ৪৫ হাজার ৪৬২ জনের করোনা টেস্ট করা হয়েছে। ফিভার ক্লিনিকে ৯৭ হাজার ৬২৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। আর করোনা ইউনিটে ৮ হাজার ৯৪৭ জন রোগী সেবা নিয়েছেন।