ধূমকেতু প্রতিবেদক, পোরশা : জোর খাটিয়ে জমি দখল করার কারনে এক ইউপি সদস্য সহ ১১জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন উপজেলার আমদা গ্রামের মৃতু ইউনুছ আলীর ছেলে তৈয়ব আলী। তৈয়ব আলী তার পৈত্রিক সূত্রে পাওয়া চানসদাবড় মৌজার ১৫বিঘা জমি জোর পূর্বক দখলের অভিযোগ এনে ওই মামলা করেন।
মামলার আসামীরা হলেন, নিতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান(৩৮), গানইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আমিনুল(৩০), একই গ্রামের মৃতু আলিম উদ্দিনের ছেলে ইয়াছি(৫৫) ও সামছুল(৪৫), মৃত মিছা দেওয়ানের ছেলে ময়েন উদ্দিন(৫০), মৃতু আবুল হোসেনের ছেলে জামাল উদ্দিন(৪০), মৃতু ছোলেমানের ছেলে মোসলেম উদ্দিনের(৪৭), মৃতু রোস্তম আলীর ছেলে বারিক(৪৫), সাইফুদ্দিনের ছেলে নাসির(৩০), মইনদ্দিনের ছেলে নুর আলম(৩৩) এবং মালার ছেলে সাইফুদ্দিন(৫০)।
মামলা সূত্রে জানা গেছে, তৈয়ব আলীর জমির কাগজপত্রে ত্রæটি আছে বলে সাইদুর মেম্বার দুইলক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি দলবল নিয়ে জমি দখল করেন এবং তৈয়ব আলীকে মেরে ফেলার হুমকী ও মারধর করেন।
এবিষয়ে তৈয়ব আলী জানান, ১৯৬৮-৬৯ সালে ২১৭০৫/৭০নং দলিল মুলে তার বাবা ইউনুছ আলী মালিক হন। যাহার খারিজ কেস নং ১৪/ঢ/১৯-২০। পরবর্তীতে ইউনুছ আলী ২১/৬/২০২০ তারিখে পোরশা এসআর অফিসে ৩৫৩৪/২০২০ হেবা ঘোষনা দলিল মুলে তার ছেলে তৈয়ব আলীকে লিখে দেন। এতে তিনি মালিক হয়ে নিজে ভোগ দখল করছেন। এবিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান ওই জমি দখল ও চাঁদাদাবীর ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান। তবে মামলার পরিপ্রেক্ষিতে একজন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।
অপরদিকে মামলার প্রধান আসামী সাইদুর জানান, জমিটি ১৯৬৮ সালে তৈয়ব আলীর বাবা ইউনুছ আলী লিজ নিয়েছিল। দির্ঘ্যদিন খাজনা না দেওয়ায় জমি আবার খাস হয়ে যায়। ফলে ২০১৫ সালে উপজেলা ভ‚মি অফিস থেকে তিনি ওই জমি লিজ নিয়েছেন এবং লিজ সূত্রেই তিনি জমিতে গেছেন বলে জানান।