ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য পানি সেচের স্যাঁয়ত। উপজেলার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এক সময় ডোবা-নালা, খাল-বিলের পানি সেচের কাজে ব্যবহার করা হতো এই স্যাঁয়ত।
কিন্তু বর্তমানে আধুনিক যন্ত্রপাতির কারণে প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার পুরাতন বা অতি পরিচিত স্যাঁয়তসহ বেশকিছু কৃষি কাজের জিনিসপত্র। এর মধ্যে ধানের বীজ তলায় পানি সেচের স্যাঁয়ত। অঞ্চলভেদে এর নাম থাকলেও উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নসহ রায়গঞ্জের মানুষ স্যাঁয়ত নামেই চিনে থাকে। এক সময় এই স্যাঁয়তের ব্যবহার ছিল কৃষকের ঘরে ঘরে। এখন আর চোখে পড়ে না তেমন ছোট ছোট ডোবা-নালা।
কৃষকের জমির এক কানিতে দেখা যায় না মাছ ধরার গর্তও। আগের মতো হয় না বন্যা। জমিতে থাকে না পানি। কৃষক হয়ে পড়ছে যন্ত্রনির্ভর। বলা চলে ইঞ্জিনচালিত মেশিন স্টার্ট দিলে অথবা বিদ্যুৎচালিত মটরের সুইচ অন করলেই উঠছে পানি। তারপরেও মাঝে মধ্যে দেখা মেলে কৃষিকাজে ব্যবহার যোগ্য স্যাঁয়তের।
উপজেলার গ্রামপাঙ্গাসী কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, মূলত সখের বসে এবং বাপ-দাদার রেখে যাওয়া পুরাতন ঐতিহ্য ধরে রেখেছেন তারা।
উপজেলার ওপার ব্রাম্যনবাড়িয়া গ্রামের নদী তীরবর্তী কৃষকেরা আরও জানান, বীজতলা তৈরি কাজে পানি সেচের জন্য এক সময় এই স্যাঁয়তের ব্যাবহার ছিল চোখে পড়ার মতো। কিন্তু বর্তমানে সেচের কাজটি মোটর বা শ্যালো মেশিন দিয়ে ব্যবহার করার ফলে কৃষকের স্যাঁয়ত প্রায় বিলুপ্তির পথে। মূলত বাপ-দাদার স্রিতি ধরে রাখার জন্যই এখনো পানি সেচের জন্য ব্যবহার করছেন উপজেলার কতিপয় কয়েকজন কৃষক।
এদিকে নতুন প্রজন্মের কাছে কৃষকের পানি সেচের এই স্যাঁয়ত একটি শিক্ষনীয় বিষয় বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।