ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : যান্ত্রিক কৃষিতে আরও একধাপ এগিয়ে গেল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) রাইস প্লান্টার যন্ত্রের মাধ্যমে সমালয়ে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে চাষাবাদের নতুন যুগের সূচনা হয়েছে এ উপজেলায়।
শুক্রবার গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত রহনপুর ইউনিয়নের ষাঁড়ব্রুজ গ্রামের একটি আম বাগানে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।
প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম।
বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাওসার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ আলী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আঃ রাজ্জাক, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মুনিরুজ্জামান (সোহরাব) উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, গানিউল ইসলাম, ইব্রাহিম খলিল, রইসুদ্দিন, কৃষক সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত কৃষি সংশ্লিষ্টরা জানান, মেশিনের মাধ্যমে ধান রোপণ, কাটা, মাড়াইসহ সকল প্রক্রিয়া বর্তমানে মেশিনের সাহায্যে সম্পন্ন হচ্ছে।
ফলে শ্রমিক সংকট থেকে কৃষকরা মুক্তি ও অল্প খরচে ধান রোপণ মাড়াই করে ঘরে তুলতে পারবে। এতে কৃষকের খরচও কমবে এবং অধিক লাভবান হবে।