ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশার সর্বত্রই এখন আম আর আম। বাগানেতো আছেই তারপরেও হাটে বাজার সহ সব জায়গাতে শুধু আম। এরই মধ্যে বাজারে এসেছে গোপালভোগ, মোহনভোগ, ল্যাংড়া, খিরসাপাত, বিভিন্ন জাতের গুটি আম সহ নান জাতের বাহারী সুস্বাধু আম। এ উপজেলায় চলছে আমের বিরামহীন বেচাকেনা। আম ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকদের গাছ থেকে আম নামানো এবং বাজারজাত করনের জন্য যেন ফুরসত নেই। আম প্যাকেট জাত করনে ব্যাস্ত তারা। আর এই আমের কারণে আমের জেলা বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের মত চাঙ্গা হচ্ছে এ উপজেলার অর্থনীতি।
উপজেলার পোরশা বাজার, সরাইগাছি মোড়, নোচনাহার বাজার, নিতপুর, গাঙ্গুরিয়া, শিশা সহ বিভিন্ন বাজারে শতাধীক আড়তে প্রতিদিন প্রায় ৩৫-৪০লাখ টাকার আম বিক্রি হচ্ছে। আমের ব্যবসার জন্য কয়েক হাজার লোকের মৌসুমি কর্মসংস্থানও হয়েছে। এ ব্যবসা চলবে জুলাই পর্যন্ত। আম ব্যবসার সাথে জড়িতদের মতে মৌসুমি কর্মসংস্থানের ফলে পোরশার অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা হয়েছে। সে সঙ্গে বেড়েছে ব্যাংক লেনদেন। এসব তথ্য পাওয়াগেছে উপজেলা কৃষি বিভাগ থেকে।
উপজেলার বিভিন্ন আম বাজার ঘুরে দেখা গেছে, আম বাজার গুলি ক্রেতা-বিক্রেতায় মুখরিত থাকছে প্রতিনিয়ত। এ কারনে জমে উঠেছে আমের ব্যবসা। ফলন ভাল থাকায় এবারে পোরশায় কয়েকশত কৌটি টাকার আম বানিজ্য হবে বলে ব্যবসায়ীরা মনে করছেন। উপজেলা থেকে প্রতিদিন ঢাকা, টাঙ্গাইল, সিলেট, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আরও বেশী আমের ব্যবসা হবে বলে ব্যাবসায়ীরা আসা করছেন। এ উপজেলায় যে হারে আম বাগান হচ্ছে এর ভাল ফলন ও উৎপাদনের লক্ষ্যে এখানে আম গবেষনাগার হলে মালিক ও ব্যবসায়ীদের জন্য ভাল হবে বলে তারা মনে করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৫ হাজার মেট্রিকটন। এতে ২৭০ কৌটি থেকে ৩০০ কৌটি টাকার ব্যবসা হবে। এ উপজেলার আম অধিকতর মিষ্টি ও নিরাপদ হওয়ায় দেশে এবং বিদেশে চাহিদা রয়েছে। বিদেশে রপ্তানীযোগ্য আমের জন্য বিভিন্ন আম বাগানে ইতোমধ্যে প্রায় ৬০ লক্ষ ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এছাড়াও রপ্তানীযোগ্য, গুণগতমান সম্পন্ন আম উৎপাদনের লক্ষ্যে উত্তম কৃষি চর্চা এবং আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আম উৎপাদনের জন্য উপজেলা কৃষি বিভাগ কাজ করছে বলে তিনি জানান। ভবিষ্যতে এখানে আরো বেশী আম উৎপাদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়ও ইতোমধ্যে পোরশার আম দেশের সর্বত্র ব্যাপক পরিচিতি ও সাড়া ফেলেছে বলে তিনি মনে করছেন।