ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : বাজারে গুড়ের দাম বেশি থাকায় দিন দিন আখ চাষে আগ্রহী দেখাচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকেরা।
উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আখের ক্ষেত। এসব আখ পরিপক্ষ হওয়ায় বিভিন্ন পাইকার ক্রেতারা আখের ক্ষেতগুলো ক্রয় করে উপজেলার বিভিন্ন হাটবাজারে পিচ হিসেবে বিক্রি করছেন। অনেকে আবার আখ ভাঙ্গানো মেশিনের সাহায্যে রশ বের করে আগুনে জ্বাল দিয়ে গুরুরের ডিমা বানিয়েও বিক্রি করছেন। বংশের ধারাবাহিকতায় এখনো আখ চাষ করে আসছেন উপজেলার বেশ কয়েকজন কৃষকেরা।
উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের জহির উদ্দিনের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে আখের খুব চাহিদা রয়েছে। বাজার এমন থাকলে চলতি মৌসুমে অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষে গুরুত্ব দিতে চান বলেও জানান তিনি।
বর্তমান বাজারে আখ ও আখেড় গুরের চাহিদা থাকায় এবং উপজেলার বেশ কয়েকজন কৃষকের আখ চাষের সফলতা দেখে চলতি মৌসুমে অধিক হারে আখ চাষে আগ্রহ দেখাচ্ছেন উপজেলার কৃষকেরা।