ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ পুঠিয়ায় : রাজশাহীর পুঠিয়া উপজেলারয় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় স্বপ্ন গুনছে কৃষক। উপজেলার ৭ ইউনিয়নের ও একটি পৌরসভায় আমন ধানের ক্ষেতগুলো ভরে উঠেছে সোনালী রঙে । আর ধান ক্ষেতগুলোকে নিয়ে কৃষকের রঙ্গিন স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভাল হবে বলে স্থানীয় একাধিক কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৭ ইউনিয়নে ও একটি পৌরসভায় আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে। যা বিগত গতবারের তুলনায় সমান। এবারে আবহাওয়া অনুকূলে থাকার কারনে ধানের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানা যায়।
গত রবিবার ও সোমবার (৩-৪ নভেম্বর ২০২৪ ইং) উপজেলার বিভিন্ন এলাকা মাঠে ঘুরে দেখা যায় সোনালী রঙ্গে ভরে উঠেছে ধানের ক্ষেত। কৃষকরা ব্যস্ত সময় পার করছে ধান কাটার জন্য। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধান কাটার সময় এখন পর্যন্ত কোন প্রকার বিলম্ব হয়নি। তবে ধান কাটার পরেই আলুর আবাদ শুরু হবে সেজন্য খুবই ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
ধান চাষে রমজান হোসেন জানান, আল্লাহর রহমতে এবারে ধান চাষে খরচ একটু কম হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায়। ভালো ধানও হয়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তারা যদি আমাদের দিকে একটু নজর দিত হয়তো আরো ভালো হতো বলে আমি মনে করি।
ভাল্লুক গাছি এলাকার ধান চাষি কৃষক সাব্বির হোসেন জানান, এ মৌসুমের শুরু থেকেই আশানুরূপ বৃষ্টিপাত হওয়ায় ধানের জমিতে পানি সেচ অনেক কম প্রয়োজন হয়েছে। এতে করে খরচটা অনেক কম হয়েছে এবং এ বছরে ধানে রোগ বালাই কম হয় ধানে ফলন ভালো হয়েছে বলে জানান ।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় এই উপজেলায় ধানের চাষাবাদ অনেক ভালো হয়েছে। সেই সাথে ভালো আবহাওয়ার কারণে ধানের রোগ-বালাইও অনেক কম হয়েছে। সেই সাথে আমাদের কৃষি অফিসের সকলেই মাঠ পর্যায়ে কাজ করছে এবং ধান চাষের জন্য সর্বক্ষনে কি পরামর্শ দিয়ে আসছে । কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী ধান চাষ করে এবার অনেক ভালো ফলন হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew