ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার ধকল কাটিয়ে অবশেষে মাঠে নামছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা রাঁসের বিপক্ষে স্কোয়াডে ফিরবেন বলে জানিয়েছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
লিগ ওয়ানে বাংলাদেশ সময় আজ (রোববার) রাত পৌনে ২টায় নিজেদের মাঠে রাঁসের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসির দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেন পচেত্তিনো।
পিএসজি কোচ বলেন, ‘এই সপ্তাহে দলের সঙ্গে সে ভালোভাবে অনুশীলন করেছে। সে আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমি খুশি। আগামীকাল (রোববার) মেসি স্কোয়াডে থাকবে।’
গত ২ জানুয়ারি করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন মেসি। চারদিন পরই অবশ্য তার ফল নেগেটিভ আসে। কিন্তু অসুস্থতার ধকল কাটিয়ে তখনই অনুশীলনে ফেরা সম্ভব হয়নি।
পিএসজির হয়ে এ বছর মাঠে নামতে পারেননি মেসি। সর্বশেষ খেলেছিলেন গত ২২ ডিসেম্বর। অবশেষে প্রায় এক মাস পর মাঠের খেলায় দেখা যাবে সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।
পিএসজি কোচ পচিত্তিনো জানিয়েছেন, আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও রাঁসের বিপক্ষে স্কোয়াডে থাকবেন। তবে কুঁচকির চোটে ভোগা ফরাসি তারকা শুরুর একাদশে থাকবেন কিনা, সেটা নিশ্চিত নয়।