ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কালেক্টরেট মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জানুয়ারী) ছোটবনগ্রাম ক্লাব ৮ উইকেটে হারায় কাটাখালি ক্লাবকে। টসে হেরে কাটাখালি ব্যাট করতে নেমে ১৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৩ রান তোলে। দলের পক্ষে বিদুৎ ৯ ও মুনমুন ৬ রান করেন।
বিপক্ষে শাওন ১৩ রানে ৪টি ও আতিক ৬ রানে ৩টি উইকেট নেন। ৪৪ রানের টার্গেট নিয়ে ছোটবনগ্রাম ব্যাট করতে নেমে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে টার্গেট পূর্ণ করে (৪৫ রান)।
দলের পক্ষে নাফিজ ১৫ ও খালিদ ১০ রান। বিপক্ষে মুনমুন ২৩ ও রবিন ৬ রানে ১টি করে উইকেট নেন। দিনের অন্য খেলায় উপশহর ন্যাশন্যাল স্পোর্টিং ক্লাব ৩৬ রানে হারায় আলিঙ্গন ক্রীড়া চক্রকে। উপশহর ন্যাশন্যাল স্পোর্টি টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে তোালে ১৬০ রান। দলের পক্ষে রাজু ৬৯ ও আশরাফি ৩২ রান করেন।
বিপক্ষে নয়ন ১৬ রানে ৩টি ও সলিমুল্লাহ ২৭ রানে ২টি উইকেট নেন। জবাবে আলিঙ্গন ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২৪ রান।
দলের পক্ষে সলিমুল্লাহ ৬৪ ও অনিক ১৬ রান করেন। বিপক্ষে অমিত ১৮ রানে ৩টি ও তুহিন ১৬ রানে ২টি উইকেট নেন। আজ সেমি অনুষ্ঠিত হবে।